দাপুটে জয়ে এশিয়া কাপ শুরু টাইগারদের
টাইম নিউজ বিডি,
১৬ সেপ্টেম্বর, ২০১৮ ০৫:৪৪:১৫

শ্রীলংকার বিপক্ষে অসাধারণ এক জয় পেয়েছে বাংলাদেশ দল। এই জয়ের মধ্য দিয়ে এশিয়া কাপের শুভ সূচনা হলো মাশরাফি-মুশফিকদের। ১৩৭ রানের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।
শনিবার দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে মুশফিকের সেঞ্চুরিতে ভর করে ২৬১ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। টার্গেট তাড়া করতে নামা শ্রীলংকা ৩৫.২ ওভারে ১২৪ রান তুলতেই অলআউট হয়ে যায়। বাংলাদেশ দলের হয়ে দুটি করে উইকেট ভাগাভাগি করেন মাশরাফি, মোস্তাফিজ ও মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের জয় সময়ের ব্যাপার
ইনিংসের শুরু থেকেই শ্রীলংকাকে চেপে ধরেছে বাংলাদেশ দল। সময়ের ব্যবধানে লংকানদের উইকেট তুলে নেন মোস্তাফিজ, মাশরাফি, মিরাজ ও রুবেল হোসেনরা। একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় হাথুরুসিংহের শীষ্যরা।
অন্যদিকে এই ম্যাচে পরাজয় এড়াতে হলে শ্রীলংকাকে শেষ ১২০ বলে ১৬০ রান করতে হবে। হাতে আছে মাত্র দুই উইকেট।
এমআর