ফেসবুকে উস্কানির অভিযোগে মহিলা দল নেত্রী আটক
টাইম নিউজ বিডি,
২২ জানুয়ারি, ২০১৯ ১৬:৪৪:৩৮

চট্টগ্রাম মহানগর মহিলা দলের প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটাকে আটক করেছে র্যাব-৭।
সোমবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, লিটা নামের এক নারীকে চট্টগ্রামের জিইসি মোড় থেকে আটক করা হয়েছে। তিনি ফেসবুকে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে আপত্তিকর ও উস্কানিমূলক পোস্ট দেয়াসহ রাষ্ট্রবিরোধী প্রচারণা চালাচ্ছিলেন।
তিনি আরও জানান, সোমবার রাতে নগরের জিইসি মোড়ে তার অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে আটক করা হয়।
তবে, চট্টগ্রাম নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রীস আলী দাবি করেন, ‘রাতে চট্টগ্রাম থেকে বাসে ঢাকায় যাচ্ছিলেন লিটা। ফেনীর লালপুর এলাকায় বাস থামিয়ে তাকে তুলে নিয়ে যায় র্যাব।’
তিনি বলেন, ‘এরপর থেকে বিভিন্ন জায়গায় সন্ধান করেও তাকে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি কেন্দ্রীয় বিএনপিকে জানানো হয়েছে।’